কে যেন কানে কানে বলে গেল,
আছি সাথে জীবনের পথে।
বারে বারে ডাকলাম তাঁরে
কোথায় তুমি আছো কোনখানে?
খুঁজতে খুঁজতে হলাম হন্যে
আজও খুঁজে বেড়াই জনারণ্যে।
হেথায় দিলো না দিশা কেউ
দিশাহারার বুকে লাগে ঢেউ।
ব্যর্থ জীবন ব্যর্থ আমি
হলো ব্যর্থ বুঝি এই ধরাধাম-ই।
কতদিন আর খুঁজবে তারে
নিয়ে মিথ্যা বিশ্বাস যাবে হেরে?
জীবনের পর জীবন এলো
খুঁজে তো কেউ নাহি পেল;
সত্য সে যে পরম সত্য
বলতে পারো, কোথায় গেল?
অস্তিত্ব যার নাই ভুবনে
খুঁজে তারে পাই কেমনে;
মনের সৃষ্টি বিশ্বাসের দৃষ্টি
সৃষ্টি বসে দুই আসনে।
জন্ম সত্য আর মৃত্যু সত্য
মাঝের খেলা সবই ব্রাত্য।
নিজেকে সবাই জ্ঞানী ভাবি
জ্ঞানের সীমার এইতো ছবি!
১৩ই চৈত্র, ১৪৩১,
ইং ২৭/০৩/২০২৫,
বৃহস্পতিবার সকাল ১০:৩৪।২৬৮৯,
২৫/৪৯, ৩১/০৩/২০২৫।
Truth that lingers undefined
Jagrata Bibek
Someone whispered in my ear,
"I'm with you, have no fear."
I called again, once, then twice,
"Where are you? Please show me a dice!
"
Wandering far, I lost my way,
Still I search in crowds each day.
No one here can show the light,
Lost, I drift in endless night.
Failed in life, have I in vain
Wasted all in earthly pain?
How long shall I seek the face
That faith creates, yet leaves no trace?
Lifetimes passed, yet none could find
Truth that lingers undefined.
The ultimate truth, so pure, so grand,
Tell me, where does it stand?
If one exists not in this sphere,
How can they be found so near?
Born of mind, of faith's embrace,
Both creations share one place.
Birth is truth, and death is too,
All between is but a view.
We claim wisdom, boast and preach,
Yet truth itself stays out of reach.
13th of Chaitra, 1431,
27th of March, 2025,
Thursday at 1034 am