অসৎ যারা পারেনা তারা
চাইতে ক্ষমা ওরে;
ঘৃণারপাত্র তারাই হয় ওরা
চলে গায়ের জোরে।
ওই সৎ যারা তারাই পারে
স্বীকার করতে ভুল;
ভালোবাসা তাঁদেরই মেলে
হয় দেবতা সমতুল।
নানান পথে চলার ফলে
হোতেই পারে ভুল;
এটাই জীবন এটাই পথ
অনন্তের নাই কূল।
আমি ছোট নই তো বড়
স্বীকার করি তাই;
এই জগতে সবাই সমান
আমরা ভাই ভাই।
২০শে মাঘ, ১৪৩০,
ইং ০৪/০২/২০২৪,
রবিবার রাত ১২:৩২। ২২৭০, ২০/১০১, ০৬/০২/২০২৪।