সৎ পথে থাকলে পরে
জীবনে তৃপ্তি আসে;
ক্ষুদ্রের মাঝে থাকে তাঁরা
নিজেকে ভালোবেসে।
বিরাট কিছু চাইনা তাঁদের
শুধু মনে একটু শান্তি চাই;
না পাওয়ার এই জীবনে
যকের ধন তাই এটাই।
আত্মার তৃপ্তি, মনের তৃপ্তি,
পূর্ণ তৃপ্তির ভান্ডার;
আর ধরতে হবে শক্ত হাতে
জীবন তরীর কান্ডার।
১৮ ই ভাদ্র, ১৪৩৯,
ইং ০৫/০৯/২০২৩,
মঙ্গলবার বেলা ১০:৫২। ২১২৪, ১৯/৪৫, ১০/০৯/২০২৩।