প্রেতাত্মা শুনবে কি ধর্মের কাহিনী?
সংখ্যায় বেশি আজ ওদের বাহিনী।
দেহের কোন অংশে ক্যান্সার হলে
ছেটে দিতে ওই ডাক্তাররা বলে।
তা না হলে দেহ বাঁচাবে কেমনে
জেনো- পদ্ধতি এটাই শত্রু নিধনে।
অতীতের ত্রুটি মুছে দিয়ে সব
সম্মুখে এগোনোর উঠুক কলরব।
মায়া মোহ দিয়ে যায় না বাঁচান
যায় পারা শুধু ক্ষনিকে নাচানো।
বাঁচাতে হলে এই সুন্দর ধরা
এটাই বিজ্ঞানসম্মত প্রকৃতির ধারা।
যারা জ্ঞানীগুণী তাঁদেরকে মানি
হোতে পেরেছে কি প্রস্তুত তারা?
নাহলে আরও সময় দিতে হবে
সেই মহাযুদ্ধে যুদ্ধ করবে যারা।
১১ই ভাদ্র, ১৪৩১,
ইং ২৮/০৮/২০২৪,
বুধবার সকাল ১০:৫২।২৪৮৭, ২২/১৩২,
৩১/০৮/২০২৪।