পেরিয়ে এসেছি সত্তর বছর
আর পেরোবোই বা কত?
যত দুঃখই আসুক না কেন
আর ভয় পাই না তত।

ভয়ে আমারা মরে যাই সদা
ঈশ্বর বিশ্বাস যেমন;
পারি না ছাড়তে আঁধারের ভীতি
জীবনের সংকট তেমন।

মিথ্যার পিছে ছুটে ছুটে আর
কি লাভ হবে বলো?
ঐ বাস্তবের দিকে দৃষ্টি বুলাও
আর সত্যের পথে চলো।

তবেই মুক্ত হবে যুক্ত জ্ঞানে
সব দ্বিধা-দ্বন্দ্ব ছাড়াও;
আনন্দে রবে, আনন্দ দেবে
সম্মুখে চরণ বাড়াও।

৩০শে কার্তিক, ১৪৩১,
ইং ১৬/১/১২০২৪,
শনিবার বেলা ১:৪৩। ২৫৫৬, ২৩/১৩৭,
১৭/১১/২০২৪।


কবিতার মূল বার্তা:

ভীতিহীনতা: জীবনের পথে ভয়কে পরাজিত করার আহ্বান।

সত্যের পথে চলা: মিথ্যার মোহ থেকে মুক্তি পেয়ে বাস্তবের দিকে মনোযোগ।

জাগ্রত বিবেক: সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজের বিবেককে সজাগ রাখা।

আনন্দময় জীবন: সকল দ্বিধা ও দ্বন্দ্ব পরিহার করে যুক্তি ও জ্ঞাননির্ভর আনন্দময় জীবনের পথ।