আপন মননে প্রাণের চেতনায়
ছুটিছে জীবন ঘোড়া;
সম্মুখে ওই অনন্ত পথ
হবেই দিতে যে জোড়া।
বয়োনে চয়নে অভীষ্টের প্রকাশ
নান্দনিক দিশা তাই;
পথে প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে
অপরূপ রূপে পাই।
রেখে যেতে হবে ধরণীর পরে
স্মৃতির অস্তিত্ব হেথা;
সম্মানে স্মরিবে দেশের মানুষ
হবে না জীবন বৃথা।
৪ঠা মাঘ,১৪৩০,
ইং ১৯/০১/২০২৪
শুক্রবার সকাল১০:২৫।২২৭৬, ২০/৬৯, ১১/০২/২০২৪।