জন্মের পরে মৃত্যু হয়
ধর্মে ধর্মে কত কথা কয়;
মৃত্যুর পরে আবার জন্ম
ভাবনা মানুষের মনে রয়।

এই আজকে যে জন্মালো
সে বড় হবে মানুষ হবে
সেই সম্ভাবনাই মনে ছিল।

আমরা যারা আনলাম তারে
মানুষ রূপে এই ধরাতে;
নিজের বলে দাবি করে
ফেলে দিলাম কোন খরাতে।

রুক্ষ নিরস এই মরুতে
জীবনের রস হারিয়ে গেছে;
কেমনে রসহীন এই বালুতে
সবুজ পাতায় থাকবে বেঁচে?

জন্ম থেকেই কঠিন লড়াই
জীবনের জন্য এ কোন বড়াই?
ওই সঠিক পথ সঠিক মত
যার জন্য আজ আমরা ডরাই।

দেশের ভার ওই মূর্খের হাতে
শিক্ষা দীক্ষা নাই যে মোটে;
শুধু নিজেরটুকুই তারা বোঝে
আর আমজনতা শুধুই ছোটে।

ওই বাঁচার জন্য তাঁদের লড়াই
সম্ভাবনার সামনে চড়াই-উতরাই;
সেই সম্ভাবনাকে নিয়ে সাথে
বলতো আমরা কোথায় দাঁড়াই?

শিক্ষায় শূন্যতা, ভাড়ার দন্যতা
আর দন্যতা আজ রাজকোষে;
সব সম্ভাবনারই বুঝি মৃত্যু হল
শুধুই দেশ পরিচালনার দোষে।

১৬ই জৈষ্ঠ, ১৪৩১,
ইং ৩০/০৫/২০২৪,
বৃহস্পতিবার বেলা ২:৩৩।২৩৮৫,২১/১০৪
৩১/০৫/২০২৪।