শৈশবে যে আপন ছিল
কৈশোরে হয় পর;
যৌবনে এসে অন্য রূপে
দেখি চরাচর।
সময়ের সাথে হয় পরিবর্তন
দেহের গঠন যেমন;
পারিপার্শ্বিক অবস্থায় ঘটে
মনটাও যে তেমন।
ভাবনা, বাস্তব, যেমন হয়
জীবন মরণ তাই;
একটা ছেড়ে অন্যটা ধরে
কোথায় নেব ঠাঁই?
ওই চক্রাকারে ঘুরছে ধরা
রাতের পরে দিন;
একের পরে আরেক ধরে
বাড়াই শুধু ঋণ।
শুভাশুভ মনের মাঝে
চক্রাকারে ঘোরে;
এ দরজা থেকে ও দরজায়
তাইতো আঘাত করে।
ভালো-মন্দ সত্য-মিথ্যা
দ্বন্দ্বের দাম্ভিকতা;
লড়াই পরে শুধুই লড়াই
মেলে না সম্যতা।
৬ই ভাদ্র, ১৪৩১,
ইং ২৩/০৮/২০২৪,
শুক্রবার দুপুর ১২:৫০। ২৪৭১, ২২/১১৮,
২৪/০৮/২০২৪।