ওই প্রতিনিয়ত পাচ্ছে বৃদ্ধি
এই বিশ্বের আয়তন;
জ্ঞানের সীমানা বাড়ছে তাই
হচ্ছে চেতনার পরিবর্তন।
ছিল ক্ষুদ্র সীমায় অতীত দর্শন
হয়েছে তার পরিবর্তন;
জটিল অংক জটিল তত্ত্ব
বর্তমানে সাধনার দর্শন।
অতীত নিয়ে থাকলে পরে
মহাবিশ্ব এগিয়ে যাবে;
মানব সভ্যতা, মানব চেতনা,
পশ্চাতে পড়ে রবে।
অতীত ছিল নিরক্ষর যুগ
ছিল জোতদারদের পরম সুখ।
জ্ঞানের প্রসার হওয়ার ফলে
হারিয়ে সুখ তাই অতলে।
চেতনার আলো ছড়ানোর সাথে
অন্ধ আঁধার ভয় পেল;
কৌশল করে পুঁজিপতি হওয়ার
সেই সংকটাই বেড়ে গেল।
মানুষের দাবি মানতে গিয়ে
হলো মাথার চুল খাড়া;
কৌশলে ধর্ম-জাতের বিভেদ এনে
বলছে মানুষ একটু দাঁড়া।
ওই মনুবাদের বিশ্বাস যদি
একবার ধরিয়ে দিতে পারে;
অচেতনরা আর কখনো এসে
দাঁড়াবে না তাঁদের দ্বারে।
জাত ধর্ম বর্ণের ওই বিভাজন
জমিদার, জোরদারদের সৃষ্টি;
সেটাই আজ হয়ে গেছে
সাধারণ এই মানুষের কৃষ্টি।
ওই লোভ-লালসায় ধনাতন্ত্র
শুরু জবর দখলের লড়াই;
সম্পদের অধিকার ধনীরা নিল
আজ দেখছি ওদের বড়াই।
কোটি কোটি মানুষের সম্পদ
ভোগ করে কয়েকশ পুঁজিপতি;
সম্পদ সব ধনীরা ভোগ করবে
এটাই আজ সরকারি রীতি।
শোষন তোষন তাই যথেচ্ছ চলে
ওই নিয়ম-নীতির পরিবর্তন করে।
কর্ম না করে অনেকেই ভোগ করে
শ্রমের অভাবে কেউ অনাহারে মরে।
হবে একদিন সমাজ মুক্ত, জাতি মুক্ত,
ওই মুক্ত ধরার মানুষ;
ফিরলে সেই বিবেক, ফিরলে চেতনা,
ফিরলে এই মানুষের হুশ।
সেই ধনতন্ত্রের কঠিন আঘাতে
হলো আজ সাম্যবাদের সৃষ্টি;
ওই ধনতন্ত্র থেকে মুখ ফিরিয়ে
একদিন নামবেই শান্তির বৃষ্টি।
১৬ই পৌষ, ১৪৩০,
ইং ০২/০১/২০২৪,
মঙ্গলবার রাত ১:১৬। ২২৩৬, ২০/৪৫, ০৩/০১/২০২৪।