ঘরের মধ্যে ভাবো
বাইরে ভেবোনা;
কর্ম যেথায় শুরু হয়
তথায় কেঁদোনা।
কঠিন চলার পথ
সময় পাবে না;
পরিকল্পনা সব ঘরে
পথে হবে না।
ওই যুদ্ধের দামামায়
ভাবনা আসে না;
রক্ত ঝরিয়ে ঝরায়
অবকাশ মেলে না।
অভীষ্ট সম্মুখে তাই
নয় সময়ের অপচয়;
জীবনের চলার পথে
পেতেই হবে জয়।
১৯ শে পৌষ,১৪৩০,
ইং ০৫/০১/২০২৪,
শুক্রবার বেলা ১১:৫১। ২২৪৩, ২০/৫০, ১০/০১/২০২৪।