এই সমাজটা নয় শুধু
স্নেহ ভালবাসার;
আছে দুঃখ আছে কষ্ট
কভু নিরাশার।

হাসিখুশি জীবন কভু
দুখ সাগরে ভাসে;
সমাজের এই পরিণতি
অবিবেচনায় আসে।

বিবেক বুদ্ধি বিবেচনা
চেতনা নির্ভর;
চিত্ত চেতনা একান্তই
মানুষের দরকার।

ব্যক্তি ভাবনা ব্যক্তি চিন্তা
ধ্বংস ডেকে আনে;
তাই দেশ, সমাজ, জাতি,
ভাসে অথৈ বানে।

মনকে বলো মনকে জানো
কর্ম সঠিক করো;
তবেই সবাই সুখে থাকবে
সম্মুখপানে বাড়ো।

২২শে ফাল্গুন, ১৪৩১,
ইং ০৭/০৩/২০২৫,
শুক্রবার সকাল ১১:০৬। ২৬৬৮,
২৫/০৫, ১০/০৩/২০২৫।।