সহজ হতে গেলে
চাই খোলা মন;
কঠিন হতে গেলে
চাই ব্যক্তি পূজার ধন।
মুক্ত আকাশ তলে
পাখিরা পাখা মেলে;
থাকে আঁধারে ঘেরা
অন্তর বন্ধ হলে।
এই জীবনের ঠাঁই
প্রাণেই খুঁজে পাই;
ঐ অনন্তের আবেশে
আর কিছু নাহি চাই।
২৩ শে ভাদ্র, ১৪৩০,
ইং ১০/০৯/২০২৩,
রবিবার বেলা ১০:২৫।২১৩৫, ১৯/৫৭, ১১/০৯/২০২৩।