প্রভাত থেকে দুপুর হয়ে
বিকেল ফিরে এলো;
বিকেলের পর রাত্রি শেষে
সব হলো এলোমেলো।।

থাকছি বসে সেই অপেক্ষায়
ফিরবে চেতন সবার;
ধর্মীয় মৌলবাদের ধ্বজা ধরে
জিতেছে কে কবার?

ওই মৌলবাদী কোন রাষ্ট্রই
সুখে থাকেনি কভু;
পাকিস্তান, ইরান  আফগানিস্তান,
দেখেও শেখেনা তবু।

ব্যক্তি স্বার্থ, ব্যক্তি সুখ আর
থাকে ক্ষমতার প্রলোভন;
দেখি সাধারণকে লেলিয়ে দিয়ে
করে নিজের উদযাপন।

বিপদ এলেই পালিয়ে যাবে
কোষাগার ফাঁকা করে;
নোবেল হবে সেই গোয়েবেল
সবাই বুঝবে দুদিন পরে।

ধর্মীয় শিক্ষা এমন শিক্ষা
যদি হুক্কা হুয়া বলে;
দেখি একসাথে সবাই ওঠে
খেঁকিয়ে দলে দলে।

৯ই অগ্রাহায়ন সন্ধ্যা,
ইং ২৫/১১/২০২৪,
সোমবার বিকেল ৬:২০। ২৫৬৬, ২৩/১৫১
২৭/১১,২০২৪।