একার দ্বারা হয়না জীবন সৃষ্টি
সহযোগীর প্রয়োজন;
সমাজের নানানজন নানান ভাবে
করছে আয়োজন।
লালন পালনের লাগে কত কিছু
আর লাগে কতজন;
এটাই চিরবাস্তব এবং চিরসত্য
জীবনটা কঠিন রণ।
আমরা জন্ম যেমন সত্য ভাবি
মৃত্যু ও যে তাই;
ওই জীবন মৃত্যুর মাঝের পথ
সংগ্রামেতেই পাই।
কত মানুষের সাহায্য থাকে
এই জীবনের পিছে;
মৃত্যুর সাথে শেষ হয়ে যায়
সব হয়ে যায় মিছে।
২২শে পৌষ,১৪৩০,
ইং ০৮/০১/২০২৪,
সোমবার বিকেল ৪:২২। ২২৪৮,২০/৬৪, ১৫/০১/২০২৪।