(২১১)
অনন্ত জগৎ মাঝে ঐ অনন্তের খেলা
তারি মাঝে দুঃখ কষ্টে আমাদের চলা;
চলিতে চলিতে এই জীবন পথে
শেষ হবে একদিন সব কথা বলা।
                ( ২১২)
যদিও দেখি জীবন অতি কাছ থেকে
তবুও প্রকৃত ভাবনা যায় কেন বেঁকে?
সে কি শুধু ব্যক্তি সুখ ব্যক্তি লোভ
চেতনার শুষ্ক চিন্তা মরু প্রভাব থেকে?
                 (২১৩)
জীবনের ওই সন্ধ্যা বেলায়
মিটবে সকল কেমন খেলায়?
সবুজ যাবে হরিদ্রা হয়ে
জাগি না তবু সেই চেতনায়?
                (২১৪)
অনন্ত কি অনন্তই রবে
বুঝবে মানুষ তাহা কবে?
জ্ঞানের কথা সবাই বলে
সেই চেতনা কবে হবে?
               (২১৫)
চক্ষু বুজে দেখো একবার
সম্মুখে ওই সবই আঁধার।
কালের কালি কালিমা ওই
গেলে জীবন ফেরেনা আর।

১৭ই  পৌষ, ১৪৩০
ইং  ০৩/০১/২০২৪,
বুধবার রাত ১১:২৪। ২২৩৭, ২০/৪৬, ০৪/০১/২০২৪।