(২০৭)
অবাক দৃষ্টি অবাক দৃশ্য
জানিনা তুমি কার শিষ্য?
শান্তি আসুক মনে তোমার
অস্থির আজ সারা বিশ্ব।
(২০৮)
দৃষ্টি তোমার অনন্তের পানে
চেতনার ওই উজ্জ্বল টানে
সংসার বন্ধন সকল ফেলে
মিলন হলো প্রকৃতির সনে।
(২০৯)
এই অশান্তিতে শান্তির ধারা
আনবে বয়ে বলো কারা?
চেয়ে আছি তোমাদের দিকে
ভাবতে ভাবতে হই হারা।
(২১০)
অনন্ত জগৎ মাঝে অনন্তের ওই খেলা
তারি মাঝে দুঃখ কষ্টে আমাদের চলা;
চলিতে চলিতে এই জীবন পথে
শেষ হবে একদিন সব কথা বলা।
৫ই পৌষ, ১৪৩০,
ইং ২২/১২/২০২৩,
শুক্রবার রাত ১১:৫১। ২২৩৪, ২০/২৮, ০১/০১/২০২৪।