(২১১)
মহৎ প্রাণের থাকে সার্বিক ভাবনা
ওই শিক্ষায় আসে সেই চেতনা।
জানতে হবে চিনতে হবে বুঝতে হবে
মন ও মানুষের সেই বেদনা।
              (২১২)
ওই মানুষ হয়ে মানবতাহীন
থেকে যাবে সকল ঋণ।
হৃদয় দুয়ার দেও খুলে দাও
তবেই বাজবে আনন্দের বীণ।
              (২১৩)
জ্ঞান বিজ্ঞানের বিশ্বজগৎ
হিংসা দেশের এ কোন মগধ?
ওই দর্শনহীন যে মতবাদ
চলছে ছুটে তার-ই রথ।
              (২১৪)
প্রকৃতিতে বিরাজে শান্তি
অন্তরে থাকে না ভ্রান্তি।
অনুভূতিতে পাবে তাহা
এটাই ওই কালের ক্রান্তি।          
              (২১৫)
সঠিক চেতনার সঠিক প্রকাশ
শুনি ঐ বিজ্ঞজনের হাহুতাশ।
বিজ্ঞ মানেই অভিজ্ঞ নয়
অসময়ে তাই ঝড়ো বাতাস।

২৩শে পৌষ, ১৪৩০,
ইং ০৯/০১/২০২৪,
মঙ্গলবার বেলা ১০:৩৪। ২২৪৫, ২০/৫৭ রুবাই, ১২/০১/২০২৪।