জেগেছে বাঙালি বারবার খুঁজি
হৃদয়ে আবেগ নিয়ে;
অন্যায়ের প্রতিবাদ করছে তাঁরা
একটা জীবন দিয়ে।

জেগেছে সবাই ভয় আর নাই
ওই সুরের বার্তা শুনি
অভয়ার অস্ত্র ওই জীবন শাস্ত্র;
তিলোত্তমা শোনায় বাণী।

আমাদের অভয়া সেই তিলোত্তমা
গর্বের কন্যা বিশ্ব জননীর;
ওরে! পায় নাই ভয় অসুর নিধনে
আজ উচ্চারিত সেই ধ্বনির।

আবেগে উত্থিত জেগেছে বাঙালি
মেরুদন্ড করে সোজা;
অন্যায়ের শিকড় তুলে দিতে হবে
মাথাটাকে তাই খোঁজা।

সমূলে উৎপাটন সেটাই ব্যাটন
হাতে হাতে ঘুরবে বিশ্ব
সবাই দেখবে আর জি কর শেখাবে
হয় নাই বাঙালি নিঃস্ব।

২০শে ভাদ্র, ১৪৩১,
ইং ০৬/০৯/২০২৪,
শুক্রবার বেলা ১০:৫২।২৪৮৬, ২২/১৬০,
০৮/০৯/২০২৪।