প্রেমের রঙে রাঙিয়ে দেবে
কোথায় সেই ধরা?
ওই স্বার্থান্বাষে ক্ষমতালোভে
মানুষ সবাই হারা।
আরব দুনিয়া, ইউরোপ এশিয়া,
রুদ্র আগুনে জ্বলছে;
সকল শান্তি-সুখের শয়ন কক্ষ
লাল আগুনে পুড়ছে।
দেখো মানুষ নামের অমানুষরা
আগুন নিয়ে খেলছে;
নিজে পুড়বে অন্যকেও পোড়াবে
সাধারণ মানুষ বলছে।
চারিদিকে অস্ত্রের শোন ঝনঝনানি
রক্ত সদা ঝরছে;
এমন রক্তের হোলি চাইনা আমরা
এবসন্ত কেন বইছে?
ক্ষমতার লোভ আর বিলাস ভোগ
বিশ্ব জটিল করে তুলছে;
তাই রক্ত হোলির খেলাটাও আজ
দিশাহীন ভাবে চলছে।
৩রা ফাল্গুন, ১৪৩০,
ইং ১৬/০২/২০২৪,
শুক্রবার রাত ১২:৩২। ২২৮০, ২০/১১০, ১৬/০২/২০২৪।