রাম নাম সত্যি হ্যায়
চলো কাঁধে কলসি নিয়ে অযোধ্যায়।
রাম নামে জাগবে দেশ
হেথায় থাকবে না আর হিংসা দ্বেষ ।
ওই সাধু সঙ্গ করলে পরে
দেশে পাপের চিহ্ন থাকবে না রে।
পাপ তাপ উড়ে যাবে
সুখে শান্তিতে দেশের সবাই রবে।
রাম রহিম সবাই মিলে
বাঁচবে মানুষ মিলেমিশে একই দিলে।
কেউ রবে না দুঃখের মাঝে
থাকবে সবাই বেকারত্ব ঘুচিয়ে কাজে।
কেউ বাজাবে খোল করতাল
আবার কেউবা দেবে ওই হাতেই তাল।
কন্ঠে কারো রাম রাম নাম
শক্তিতে যেন সেই রামের বীর হনুমান।
লঙ্কা জয়ের সেই ধারা
বল এবারের রাবন বধ করবে কারা?
আলোচনায় সমালোচনায়
মরবে দেখো শুধু ওই জ্ঞানীগুনী যাঁরা ।
২৭শে পৌষ,১৪৩০,
ইং ১৩/০১/২০২৪,
শনিবার রাত ১০:৫২। ২২৫১, ২০/৬৫, ১৮/০১/২০২৪।