চিন্তা চেতনায় ও সহমর্মিতায়
উদ্বুদ্ধ হয় মন;
প্রাণের বন্ধুরা সাহায্য করে
জিততে কঠিন রণ।
রক্তের সম্পর্ক সম্পর্কই নয়
সম্পর্ক তৈয়ারি আত্মায়;
আত্মায় আত্মায় বাঁধা পড়লে
তাহলে কে কারে সরায়?
সমাজ বাঁধা পুরানো ধারায়
সেই সংকীর্ণ সংস্কারে;
ঐ জন্মের থেকে যাহা শেখে
থাকে তাহাই বিশ্বাসে।
চেতনাই গুরু দেখায় দিশা
পথে গভীর অন্ধকারে;
মনের সংস্কার তাকেই বলবো
যাহা মানবতা রাখে ধরে।
১৪ই মাঘ, ১৪৩০,
ইং ২৯/০১/২০২৪,
সোমবার সন্ধ্যা ৬:১১। ২৩০৫, ২০/৯১, ১৩/০৩/২০২৪।