মসজিদেতে নামাজ পড়ে আর
অফিসে ঘুষ খায়;
তারাই মৃত্যুর পরে আল্লাহর কাছে
বেহেস্তের সুখ চায়।

রামের নামে মসজিদ ভাঙ্গে
রক্ত ঝরে কার;
ওই তারই রক্ত কঠিন রোগে
নিয়ে ছিল ভার।

তাইতো তুমি আজও বেঁচে,
ভাববে না সে কথা;
কোন প্রতিদান দিলে ওরে
দিয়ে প্রাণে ব্যথা?

রাম, রহিম, তোরা ভুলে গেলি
তোরা যে ভাই ভাই;
দুঃখের দিনে পাশে থাকতে
আর এমন বন্ধু নাই।

দেখনা চেয়ে নায়ের নেয়ে
ধরছে হাল শক্ত হাতে;
উথাল পাথাল ওই সাগরে
পার করে গভীর রাতে।

এমন বন্ধু আর পাবে না
করেও ঐ শতযোজনা;
দুঃখের দিনে কষ্ট পাবে
কেউ দেবেনা সান্তনা।

৯ই আষাঢ়, ১৪৩১,
ইং ২৪/০৬/২০২৪,
সোমবার বিকেল  ৪:২২। ২৪১১,২১/১৫৭,
২৫/০৬/২০২৪।