ফুল ফল পাখি প্রকৃতিকে রাখি
বাঁধ বাসা ঘর;
মিলেমিশে সবে রবে এক সাথে
হবে না কেউ পর।
প্রেম ভালোবাসা, নিয়ে সব আশা
লয়েছি জন্ম ধরায়;
ঐ দুদিনের ঘর, হাঁকো কেন দর
হবে ধ্বংস খরায়।
এবার আসুক বৃষ্টি, হোক নব সৃষ্টি,
শুধু স্নেহ মমতায়;
ওই বসন্তের হাওয়া সৃষ্টিতে পাওয়া
যেন কভু না হারায়।
সুখে দুখে মিলে, আবেগ ভরা দিলে,
রাখো বেঁধে পরস্পর;
না হলে ছিন্নভিন্ন শেষে, হিংসা দ্বেষে,
হবে অস্তিত্ব তোমার।
১৬ই ফাল্গুন, ১৪৩১,
ইং ০১/০৩/২০২৫,
শনিবার সকাল ৮:০৯।২৬৬২,
২৪/১৯৩, ০৩/০৩/২০২৫।