শান্তি পদ, হরি পদ,
শম্ভু পদর ভাই;
পদে পদে মিলন দেখি
শান্তির খোঁজ নাই।
রাজনীতিতে নীতি কোথায়?
হারিয়ে গেছে কবে;
আমরা সবাই আজ ক্রীতদাস
চেতনা কি হবে?
ওই গণতন্ত্রের সংজ্ঞা আজ
উল্টে গেছে দেখি;
দেওয়া নেওয়ার মোদ্দা কথা
সবাই আমরা শিখি।
লেখাপড়া আর জ্ঞান-গম্যি
বল কিসের প্রয়োজন?
গায়ের শক্তি বড় শক্তি
দিতে হবে মন।
পাশের প্রমাণপত্র পেয়ে যাবে
নেতা-নেত্রীর কথায়;
শিক্ষা দীক্ষা ভুলে যাও
বিভোর হও নেশায়।
আসন গদি ধরে রাখলে
অর্থের অভাব নাই;
এপার ওপার সোনার খনি
নেও পাচারকান্ডে ঠাঁই।
ওই ধর্মের সাথে রাজনীতি
যদি শিখতে পারো;
সকল অভাব যাবে ঘুচে
সেই দাদা-দিদি ধরো।
৮ই অগ্রহায়ণ, ১৪২৯,
ইং ২৫/১১/২০২২,
শুক্রবার রাত১০:২৫। ২১৯৮, ১৬/১৫৭, ২৫/১১/২০২৩।