রাজনীতিটা যেন আজ আটপৌরে শাড়ি;
অন্যায়ের বাসা বেঁধে টানছে বুঝি দাঁড়ি়।
নেতা, মন্ত্রী, সেক্রেটারি, ওই গুরুত্বপূর্ণ যারা;
চাকরি চুরি বালি চুরি গরু চুরি করছে আজ তারা।
ছোট নেতা বড় নেতা আর পুলিশ প্রশাসন
সবাই যেন একই ধাঁচে করছে ব্যক্তি উন্নয়ন।
কোটি ছাড়া নাই যে কথা পুতচ্ছে পূজার খুঁটি
টালির চালা রাজ প্রসাদ হওয়ার এটাই বুঝি গুটি।
চোর চোর ধ্বনি ওঠে যখন যেথায় যান
মিথ্যা ঢাকতে আরও মিথ্যা ওদেরই তো দান।
আটপৌরে শাড়ির মত টানলে এদিকে ওদিক আলগা হয়
শত মিথ্যা দিয়ে কি ওই সত্য ঢাকা যায়?
মিথ্যার ব্যবসা করে যারা, হবে মিথ্যা তাদের জীবন
এক এক করে পরবে ধরা হবে গরাদ তাদের ভুবন।
মানুষের কাছে মুক্তি পেলেও প্রকৃতি মুক্তি দেবেনা
জেলের ভাত খেতেই হবে ন্যায় যে কভু ছাড়বেনা।
সত্য জন্ম, সত্য মৃত্যু, জীবন সত্য দিয়ে গড়া
ডুবেই মরবে মাঝ দরিয়ায় মিথ্যার ওই ভরা।
কতদিন আর লুকিয়ে রাখবে সত্য, মিথ্যার টুপ নিয়ে
সকল ঋণই শোধিতে হবে দেহের শেষ রক্তবিন্দু দিয়ে।
এটাই সত্য, এটাই প্রকৃতি, এটাই জীবন ধারা,
জন্মের পরে পায়নি ছাড়া ওই মৃত্যু দিয়ে তারা।
ছোট বড় সবাই জেনে রেখো জীবন জন্ম মৃত্যুর ছড়া
পাপ পুণ্য এমন বস্তু যাহা আপন কর্ম দিয়ে গড়া।
১৫ই অগ্রহায়ণ,১৪৩০,
ইং ০২/১২/২০২৩,
শনিবার বিকেল ৪:৪০। ২২০৬, ১৯/২৬০, ০৩/১২/২০২৩।