রাজা রামমোহন করেছিলেন
ভারতবর্ষকে আধুনিকীকরণ।
অভিশপ্ত সমাজের ব্যথা
ওই সেই সতীদাহ প্রথা।

নারীর মুক্তির গান
শুনিয়ে ছিলেন সেই তান।
অনেক লড়াই করে
বন্ধ করেছিলেন সতীদাহর বাণ।

পুরানো সেই ব্রাহ্মণ সমাজ
এখনো করিতেছে রাজ।
কলিযুগে বসি ত্রেতাযুগের হাসি
কালক্ষেপে যাহা হয়ে গেছে বাসি।

আমরা আহা মেনে নেই তাহা
কোন চেতনার আলোয় বাহা?
আধুনিক বলি কোন ভাবনায় চলি?
সেজেগুজে হই ওই যূপকাষ্ঠে বলি।

হায়রে শিক্ষা হায়রে চেতনা
বুকে নিয়ে সেই কঠিন বেদনা।
কলি যুগে এসে রাম হনুমানে
খুঁজি চেতনায় মিলনের মানে।

এই মহান মানবের জন্মদিনে
হয়েও হইনি ধন্য তাঁর দানে।
আমরা আধুনিক যুগের মানুষ
নই কি বিচার বিবেকহীন ফানুস?

৮ই জৈষ্ঠ, ১৪৩১,
ইং ২২/০৫/২০২৪,
বুধবার সকাল ১০:২৫। ২৩৯১, ২১/৮৭
০৬/০৬/২০২৪।