সেকেন্ডের পরে সেকেন্ড আসে
মিনিটের পরে মিনিট;
ঘন্টার পরে ঘন্টা আসে
দিন সন্ধ্যায় হয় ফিনিশ।

সাত দিনে সপ্তাহ হয়
পনের দিনের পক্ষ;
আর দুই পক্ষে মাস হয়
বছরের বারোমাসের সখ্য।

বছর আসে বছর যায়
টেকে না তো কিছু;
পুরাতনের পরে নতুন আসে
ছোটে উত্তরসূরী পূর্বসূরীর পিছু।

আসে দিনের পরে রাত
রাতের পরে দিন;
নতুনের সাথে জড়িয়ে থাকে
ওই পুরাতনের ঋণ।

১৮ই পৌষ, ১৪৩১,
ইং ০৩/০১/২০২৫,
শুক্রবার বেলা ২:০৬। ২৬০৬, ২৪/৫২,
০৬/০১/২০২৫।