গঙ্গা জলে স্নান করলে
পাপ ধুয়ে যায় না;
ওই সরকারি মদতে এটা
ধর্মীয় এক বায়না।

ময়লা ধুইলে নোংরা হয়
গঙ্গার- ই ওই জল;
তার জন্য জনগণ ভোগে
এটাই পাপের ফল।

কর্ম বিমুখ মানুষগুলোই
ধর্মের নামে মাতে;
সংসারের শত প্রয়োজন
ভুলে থাকে যাতে।

উৎসাহ দেয় এই সরকার
অতীত টেনে এনে;
দেশের উন্নয়ন ভুলিয়ে দেয়
যেন বিদেশি এক বেনে।

দেশে ধর্ম নিয়ে মাতামাতি
শাসক যখন করে;
বুঝতে হবে ওই অধঃপতন
আসছে ধীরে ধীরে।

ধর্ম মানে জনগণের ভিক্ষাবৃত্তি
বিশ্ব জুড়ে দেখি;
সবাই লেখাপড়া করেও আমরা
কিছুই নাহি শিখি।

ধর্মীয় মৌলবাদী কোন রাষ্ট্র
সুখে কি কেউ আছে?
ধর্ম মানুষের অন্তরের ধন
প্রকাশ কাজের মাঝে।

ত্রিবেণী সঙ্গমে স্নান করে
মিলবে না মুক্তি কারো;
কর্তব্যের দায় বেড়েই যাবে
বাড়বে পাপের বোঝা আরও।

মানব জনম সার্থক হবে
হবে পুণ্য সবার;
উত্তর সূরিরা সুখে রবে
এটাই তো পাবার।

২৯শে পৌষ,১৪৩১,
ইং ১৪/০১/২০২৫,
মঙ্গলবার সকাল ১১:৩৩। ২৬১৫, ২৪/৭৯,
১৫/০১/২০০২৫।