উইক এন্ড এর মত পূজা পার্বণ
আর্য সমাজের সৃষ্টি;
আর্য অনার্যকে টিকিয়ে রাখতে
এটাই ছিল দৃষ্টি।

ওই ক্ষতির ভয়ে অনার্যরা
গ্রহণ করে আর্যদের মত;
তাহাই আজ চলছে হেথা
সমাজের কৃষ্টি রূপী রথ।

যাহা দেখেছি, যাহা শিখেছি,
ওই ছোট্ট সময় হতে;
কেমনে তাহা ছাড়বো বলো
আধুনিক জ্ঞানগম্মীর মতে।

ব্রাহ্মণ আসবে পুজো হবে
বাজবে শঙ্খ, ঢাক, কাশি;
পুজোর শেষে প্রসাদ খেয়ে
সবাই হাসে তৃপ্তির হাসি।

হেথা ধনী-গরীব মিলেমিশে
হয় যে একা-একার;
শুধু জাকজমকে একটু পৃথক
পাবে দেখতে ঘরে-বার।

গরিব যদি গরিব থাকে
ধনী আরও ধনী;
তবেই এই সমাজে হয়ে রবে
বামুন চোখের মনি।

ছোট্ট বামুন প্রণাম পাবে
বড়র মাথা ঠুকে;
আশীর্বাদি হাতটা মাথায়
দেবে বামুন ঝুঁকে।

দানব দেবতার এমন খেলা
চলবে অবিরত;
এমনি করেই বাঁচবে বামুন
বাঁচিয়ে রেখে ব্রত।

২৯শে আশ্বিন,১৪৩১,
ইং ১৬১০/২০২৪,
বুধবার বেলা ১১:০৬। ২৫২৫, ২৩/৪২
১৭/১০/২০২৪।