মনের প্রয়োজন, দেহের প্রয়োজন,
প্রয়োজন জীবনের;
জ্ঞান ও প্রেমের যত সংগ্রহ জীবনে
হয় প্রয়োজন নিরঞ্জনের।
কেউ পারে না রাখতে ধরে
আবার কেউবা আপন করে;
কেউ হারিয়ে কষ্ট পায়
ভাসায় দুঃখসাগরে আপনারে।
জীবন ঝর্নাধারা, মনি মুক্তায় ভরা,
কেউ পারে, কেউ পারেনা;
কত জন আর বোঝে আপনারে?
ধারণের ক্ষমতা রাখেনা।
ওই অনন্তের পানে চেয়ে চেয়ে
হয় ভাবনায় উন্মাদ;
তিতা মিঠা সব মিলিয়ে মিশিয়ে
কেমনে বুঝবে স্বাদ?
নিয়েও কষ্ট না নিয়েও কষ্ট
থাকবে কষ্ট জীবন ভর;
তবু মনের অজ্ঞাতে আমরা সবাই
হেকে যাই কত দর!
১৪ই পৌষ, ১৪৩১,
ইং ৩০/১২/২০২৪,
সোমবার বেলা ১১:০৬। ২৬০০, ২৪/৪২,
৩১/১২/২০২৪।