প্রতিজ্ঞা ভীষণ আছি পাশে
যাবনা ফেলে ভয়ের আবহে;
শাসকরা ওই শোষণ করে
সেই খর-তপ্ত মরুর দাবদাহে।
আর দিশেহারা মানুষ যারা
কভু পায়না খুজে কূল;
বুঝতে দেরি তাই বেজায় ভারী
যায় হয়ে কোথায় যেন ভুল।
ভুলের মাশুল করছে উশুল
ভয় দেখিয়ে শাসক শোষক যারা;
তাই শিরদাঁড়াটা সোজা রেখে
ছুটাও এবার অশ্বমেধের ঘোড়া।
না হলে যে হারিয়ে যাবে
আর খুঁজে পাবে না কেউ;
ফলে মস্তিষ্কটা ঠান্ডা রেখে
সমাজে তুলতে হবে ঢেউ।
ওই দুঃশাসনের পায়ে যদি
একবার পড়াতে পারো বেড়ি;
সুশাসনের নামে আসবে নেমে
দেশে শান্তি,ন্যায় নীতি ধরি।
২৯শে কার্তিক, ১৪৩১,
ইং ১৫/১১/২০২৪,
শুক্রবার বেলা ০১:৫২। ২৫৫৫, ২৩/১৩৫,
১৬/১১/২০২৪।