প্রশ্ন করি নিজের কাছে
১) আমি কি প্রথম হিন্দু তারপর মানুষ?

২) না-- আমি প্রথম মানুষ তারপর হিন্দু?

৩) না-- শুধুই হিন্দু?

ধর্মীয় চেতনায় যারা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য আরো আরো যারা

তাঁদের কাছে প্রশ্ন রাখি বলুন তো আপনারা ওই তিন শ্রেণীর কারা?

জানতে চাই বুঝতে চাই
চেতনার আলো কতদূর পৌছালো তাই
এই জ্ঞান বিজ্ঞানের যুগে;
প্রশ্ন করি? - প্রশ্ন কর -
আজ মরছি আমরা ভুগে।

কে কারে আশ্রয় দেয়
কে কাহার মালিক?
চেতনার আলোয় দেখতে পাবে
পায়ে শিকল পরা সোনার খাঁচার শালিক।

খাঁচার ডালা খুলে দিলে
নীল আকাশে যাবে উড়ে;
কভু আসবে না আর
ওই সোনার খাঁচায় ফিরে।

৩০শে বৈশাখ ১৪৩১,
ইং ১৩/০৫/২০২৪,
সোমবার দুপুর ১২:৫৯। ২৩৬৮, ২১/৬১
১৪/০৫/২০২৪।