যে যেখানে ইচ্ছা যাক না
শুধু চেতনায় যদি মানুষ হয়
তবেই সমাজের মঙ্গল আশা করা যায়।
সময়ের সাথে সাথে পরিবর্তন ঘটবেই
চারিত্রিক কিংবা প্রাকৃতিক,
এ গতি তো বন্ধ করা যাবে না।

নিজেদের সার্থে, নিজেদের মঙ্গলে
চেতনা সম্পন্ন মানুষ সংযত হবে;
এই শিক্ষা আমরা পাব কবে?
আমরা বিতর্ক করেই সময় নষ্ট করে দেই;
সমঝোতার চেষ্টা করি কই?
পুরুষ প্রকৃতির মিলনের সৃষ্টি
তাহা ছাড়া কেমনে বাঁচবে কৃষ্টি?

ধরার ধারাবাহিকতা কে রাখবে হেতা?
তাই চেতনা ছাড়া সকলি বৃথা।
এসো সবাই সংযত হই;
না হলে শিক্ষার মূল্য থাকে কই?
অন্যকে সম্মান করলেই বাঁচবে নিজের সম্মান
না হলে মৃত্যুর পথে হবে ধাবমান।

অনন্ত পথ সম্মুখে পড়ে;
ভালোবাসা আবেগে নিতে হবে গড়ে।
হয় আত্মার আত্মীয় অন্তরের বন্ধনে;
আছি আমরা সবাই তাহার সন্ধানে।

ভালো থাকুন সবাই
যেন ভুল পথে না যাই
শুধুই আবেগে;
পারিবারিক ও ধর্মীয় কৃষ্টি
শৈশব থেকে সিক্ত করেছে সেই বৃষ্টি
সহসা কি ভোলা যাবে?

শিক্ষা চেতনা আনে সেই বেদনা
সত্যের পথে মিথ্যাকে ভুলে
আজ মানুষের তাড়না।
নতুন পথে অনন্তের মাঝে
সেই সুখ নীড় আজ গড়না।

ধরণী টা হোক মনুষ্যত্ব ও মানবতার
সন্তানরা পাবে ঠাঁই মায়ের ক্রোড়ে তাই
যেমনটি রেখেছে মা ধরিত্রী ধরে সবারে ওই।

নারী-পুরুষ যাকেই বলি
সবই তো পুরুষ প্রকৃতিকে ধরি।
বিরোধ হলে ধ্বংস হবে
তবে বলতো সবাই করনীয় কি?

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন
অপার স্নেহ ভালোবাসা ছড়িয়ে দিন।

২১শে জৈষ্ঠ, ১৪৩১,
ইং ০৪/০৬/২০২৪,
মঙ্গলবার দুপুর ১২:৪১। ২৩৯০, ২১/১১৪
০৫/০৬/২০২৪।