চরিত্রের প্রকাশ সৌন্দর্য
প্রকৃতিতে তাই দেখি;
ধর্মের বুননে যে চরিত্র
তাহা যে হয় মেকি।
মানুষের তৈয়ারী চরিত্রগুলো
দেখো তাকিয়ে একবার;
কেউ শেয়াল-কুকুর, বাঘ-সিংহ
জীবনের পক্ষে ভয়াল।
চরিত্র শেখে প্রকৃতির কাছে
যাহা সত্য সনাতন;
তার চাইতে সুন্দর কিছু নাই
উদ্বুদ্ধ করে মন।
আলোর পথের যাত্রি সবাই
আঁধারে থেমো না;
আঁধার থেকে মুক্তি পেতে
পেতে পার যাতনা।
২৯শে পৌষ ১৪৩১,
ইং ১৪/০১/২০২৫,
মঙ্গলবার দুপুর ১২:২৩। ২৬১৬, ২৪/৯০,
১৬/০১/২০২৫।