কে ধরিবে রাশ করে হাঁসফাঁস
এই তপ্ত বৈশাখে?
কেটে গাছপালা করে দিল ফালা
কেমনে থাকিবে সুখে?

প্রতিশোধ উন্মুখ প্রকৃতির মুখ
কোথা যাবে কর্মফল?
লোভে লোভাতুর কতগুলো ধূর (ধূর্ত)
তাই যাচ্ছে শুকিয়ে জল।

উপায় যে নাই নেবে কোথা ঠাঁই
হল সব তছনছ;
আজ দেখো পাহাড় থেকে সাগর
হয়ে গেছে হসপস।

১২ই বৈশাখ ১৪৩১,
ইং ২৫/০৪/২০২৪,
বৃহস্পতিবার সকল ৯:৩৫। ২৩৫২, ২১/২৮
২৮/০৪/২০২৪।