প্রকৃতির নিয়ম অনুসারে
সবাইকে ফিরতে হবে আদিতে।
মনের অন্তরালে, দৃষ্টির অন্তরালে,
নিত্য ঘটিতেছে কত পরিবর্তন।
অনন্ত প্রকৃতি অনন্ত তাঁর দিশা;
আমরা আজও গভীর অন্ধকারে
জানিনা তো কবে কাটবে নিশা।
আমাদের ষাট সত্তর, আশি বছর
ক্ষুদ্রতম ওই অনন্তের কাছে।
কি ঘটেছিল, কি ঘটিতেছে
খানিকটা হয়তো অনুধাবন করতে
পারি আমরা কিন্তু স্বপ্নময় ভবিষ্যৎ
সে যে আমাদের ছেড়ে অনেক
অনেক দূরে বাস্তবে রূপ নিতে
একদিন হয়তো দাঁড়াবে ঘুরে।
যে কালচার কৃষ্টিতে আমরা অভ্যস্ত
তার বাইরে কিছু দেখলে পরে
কষ্ট লাগে অন্তরে। পৃথিবীর অনেক দেশে
বিয়ে না করেও মেয়েরা সন্তান ধারণ করে।
জানিনা তারা কেমন আছে নিজের মাঝে?
সময় বলে দেবে কে কতদূর যাবে।
যে পোশাক দেখে আমরা এখন ভাবি
এতো নগ্নতার আরেক রূপ, তাতেই অভ্যস্ত
বর্তমান যুগের নবীন প্রজন্মের স্তুপ।
যুগের পরিবর্তনের সাথে সাথে মনের
পরিবর্তন হওয়া বড় কঠিন। কারো কারো
হয়তো ঘটে আমাদের মত যারা পারে না
তারা চোখ বন্ধ করে কাটায় দিন।
লজ্জা, দুঃখ, ভয়, এই তিন আর থাকতে নয়।
এটাই এই যুগের শিক্ষা; শাসক প্রশাসকের কাছ
থেকে নবীন প্রজন্ম নিচ্ছে আজ দীক্ষা। ধনতন্ত্র
বাঁচিয়ে রাখতে চলছে পরিকল্পনা চলছে
পদ্ধতিগত শিক্ষা। জীবন বৃত্ততে ঘুরতে ঘুরতে
একদিন ফিরে আসতেই হবে সেই শুরুতে।
আমরা দেখব হাসবো কাঁদবো তারপর একদিন
ফুরিয়ে যাব। আজ মনে হচ্ছে প্রকৃতিতে সত্যও
দ্বিধাগ্রস্থ। সত্য মিথ্যা, ভুল ঠিক, কখন কোনটা
হবে বাস্তবে নির্ণয় করা বড় কঠিন। আজকে যারে
সত্য বলে ভাবছি কাল সে হয়ে যাবে মিথ্যা আর
আজকে যে মিথ্যা কাল সে হয়তো হবে সত্য।
মনে রাখতে হবে এই প্রকৃতি সীমাহীন অনন্ত।
৬ই কার্তিক,১৪৩০,
ইং ২৪/১০/২০২৩
মঙ্গলবার সকাল ৮টা ২১৬৯, ১৯/১৯৬, ২৭/১০/২০২৩।