প্রকৃতি প্রেমিক কবি
   প্রকৃতিতে বাস;
বসন্তের দখিন হাওয়ার
    বহিছে সুবাস।

প্রকৃতির সাথে মিশে
  প্রকৃতিকে দেখা;
এটাই বড় পাওয়া
    সনাতনকে শেখা।

কয়জন পারে তাহা
  করিতে প্রকাশ?
চিত্ত চেতনায় শুধুই
    ঘটে বিকাশ।

প্রকৃতি ফোটায় ফুল
    মননে কবির;
বহিছে সুবাস তার
     শান্ত ধীরস্থির।

১৪ই ফাল্গুন, ১৪৩০,
ইং ২৭/০২/২০২৪,
মঙ্গলবার রাত ১২:০৫। ২২৯৩,২০/১২৮, ২৯/০২/২০২৪।