ওই প্রকৃত ধর্ম মানবতা
বিশ্বাস যদি হয়;
তবেই শুধু এই জগতে
হবে মনুষ্যত্বের জয়।
ধর্মীয় মৌলবাদের খেয়োখেয়ি
ব্যক্তি স্বার্থের ফল;
আমরা তাহা বুঝলাম কই
এ কোন যাঁতাকল?
নিংড়ে নিচ্ছে সকল রস
ওদের পাল্লায় পড়ে;
রক্ত ঝরাই, স্বজন হারাই,
থেকেও আপন ঘরে।
আসল রসটা ওরা খায়
আমরা জ্বালায় ধুঁকি
আপন পর আমরা করব
ওরাই হবে সুখী।
২৪শে বৈশাখ ১৪৩১,
ইং ০৭/০৫/২০২৪,
মঙ্গলবার বেলা ১২:৫০।২৩৬২,২১/৪৮,
০৮/০৫/২০২৪।