প্রকৃতি খেলা করে
মন তাহা বিচার করে
কত রূপ রসে;
ভালো-মন্দ সব মিলে
আপন বিচারে নিলে
মিলে যায় দিশে।

আকৃতি প্রকৃতি দেখি
দেখেই তো আমরা শিখি
নিজেকে জ্ঞানী মনে হয়;
ওই গুরু আদি অনন্ত
আর প্রভাত থেকে দিনান্ত
শিক্ষাগুরু কত কি শেখায়!

সেই শিক্ষা লাগলে কাজে
দাম্ভিকের ওই দম্ভ রাজে
চেতনা আসবে ফিরে;
অনন্তের প্রান্ত পাবে;
অসহায়ের সহায় হবে
মহাশান্তি রাখবে ঘিরে।

দ্বিধাদ্বন্দ্ব সবই যাবে
আঁধারে আলো পাবে
উদ্দীপ্ত সূর্যের মতো;
বাধাবিঘ্ন রবে না আর
হাওয়া মহল হবে ঘর
মন পাবে বৈরাগ্য যত।

২৫শে ফাল্গুন, ১৪৩১,
ইং ১০/০৩/২০২৫,
সোমবার মধ্যাহ্ন ১১:০৬।২৬৬৯,
২৫/১০, ১১/০৩/২০২৫।