প্রকৃতি প্রচন্ড আজ
মানুষের কর্মে;
মানুষে মানুষে ভাগ
দেখি ওই ধর্মে।

ক্ষমতার লোভে মত্ত
দেখি এই যারা;
বুঝেও বুঝেনা আজ
ধ্বংসে মত্ত তারা।

রাষ্ট্রনায়ক যারা আছে
তাদের কর্মফলে;
ভুগছে জগতের মানুষ
আগুনেতে জ্বলে।

জ্বলছে আমেরিকা আজ
জ্বলছে বাংলাদেশ;
ইসরাইল প্যালেস্টাইন জ্বলছে
পাকিস্তান ও বেশ।

কোন হুঁশ নাই মানুষের
ফলে নাই প্রতিবাদ;
এভাবেই সমাপ্তির পথে
বুঝি মরিবার সাধ।

কোথা গেল সেই চেতনা
জ্ঞানীগুণীর জ্ঞান?
দেখি পরিণতির পথে তাই
অমানবিক মানুষের মন।

প্রকৃতি প্রচন্ড আজ
নিতে প্রতিশোধ;
আখেরের দিন এলো
কে করিবে রোধ?

২৫শে পৌষ, ১৪৩১,
ইং ১০/০১/২০২৫,
শুক্রবার রাত ১১:৪২। ২৬১১, ২৪/৬৯,
১১/০১/২০২৫,