জন্মের থেকে শুধু পাওয়ার আশায়
আমরা শুধুই ছুটে চলি;
কি পেয়েছি আর কি পাওয়ার ছিল?
আমরা সেই কথাটাই বলি।
ওই কৈশোর গেল, যৌবন এলো
বিয়ে করলাম সংসার হলো;
দেওয়ার কথা সকল গেলাম ভুলে
এতে কি প্রকৃতির ধারা চলে?
শুধুই দেওয়া নেওয়ায় জীবন সৃষ্টি
পেতে গেলে দিতে হবে তারে;
এমনি করেই সতত চলতে চলতে
সকল কিছু আবার আসে ঘুরে।
৩০ শে কার্তিক,১৪৩০,
ইং ১৭/১১/২০২৩,
শুক্রবার দুপুর ১১:৫১। ২১৯২, ১৯/২৪৫,১৯/১১/২০২৩।