প্রফেশনের পশ্চাতে প্যাশন থাকিলে
ফ্যাশন বলে না কেউ;
জ্ঞানের শীর্ষে উঠিতে তাহার
লাগেনা বাঁধার ঢেউ।

সাধনার বাণী যদি তাহা মানি
কষ্ট হবে না কিছু;
আনন্দে ছুটিবে স্বচ্ছতা জুটিবে
আসিবে মানুষ পিছু।

মানুষ দেখিবে জগত চিনিবে
ধন্য হবে দেশ;
জ্ঞানী গুণীজন হবে পরিমার্জন
হোক গর্বের পরিবেশ।

৮ই কার্তিক, ১৪৩১,
ইং ২৫/১০/২০২৪,
শুক্রবার বিকেল ৫:৫৭।২৫৩৪, ২৩/৭৫,
২৬/১০/২০২৪।