প্রজেক্ট ডেভিল হ্যান্ট
তুমি প্রেত বলছো যারে;
প্রেত যে তুমি নিজেই,
শান্তির জন্য নোবেল পেয়ে
ধরতে বলছো করে?

অচেতন মনে চেতন কথা
ওই হচ্ছে উচ্চারিত;
সময় এলেই বুঝতে পারবে
অন্যায় কে করেছে কত?

সভাসদ যারা পাশে বসে
সবাই তো রাজাকার;
বুদ্ধিজীবীদের খুনের পিছে
দায় আছে যে সবার।

বিচার যদি হতেই হয়
হউক বিচার তাদের;
মুক্তি পাবে বাংলার মানুষ
ফিরাও শান্তি ঘরে।

২৭শে মাঘ, ১৪৩১,
ইং ১০/০২/২০২৫,
সোমবার রাত ১১:৫১ । ২৬৪৫,
২৪/১৫১, ১৪/০২/২০২৫,