তুলে ফুল আনলো হাতে
গুজবে বলে খোঁপায়;
গোপন ফুল পকেটেই রইল
চলে গেল ধোপায়।

দুঃখের কথা কেউ বোঝেনা
অন্তর জ্বালায় মরে;
প্রেমের জ্বালা ভীষণ জ্বালা
নয়নে অশ্রু ঝরে।

ফুলদানি আর ফুলের মাঝে
দূরত্ব যে অনেক;
না এলে ওই প্রাণের কাছে
হবেনা রচা সনেট?

আবেগ ভরে বিবেক ওরে
কোন কথাটা কয়?
প্রেমের মজা ব্যথায় আসে
তাই সে আবেগময়।

১০ই বৈশাখ ১৪৩১,
ইং ২৩/০৪/২০২৪,
মঙ্গলবার সন্ধ্যা ৬:৫৬।  ২৩৪৮, ২১/১৯
২৪/০৪/২০২৪