মানুষ আমরা এই জগতে
প্রেমহারা আজ সবাই;
বিবেক বুদ্ধি সব হারিয়ে
চেতনা কোথায় পাই।

প্রেম শুধু যে মুখের কথা
ওই যৌনতটাই প্রধান;
লাজ লজ্জা সব খুইয়েছি
কোথায় মান অপমান?

প্রেমের নামে ঢংক্কানিনাদ
ভালোবাসার রেশ কোথা?
মোহেরবশে টেনে কাছে
দেয় সকলেই ব্যথা।

প্রেমের কথা প্রেমের ব্যথা
প্রেমের আসা-যাওয়া
প্রেম বিহনে মনুষ্য জনম
মৃত্যুই যেন চাওয়া।

৭ই ফাল্গুন, ১৪৩০,
ইং ২০/০২/২০২৪
মঙ্গলবার রাত১২:৪১। ২২৮৬, ২০/১১৬, ২২/০২/২০২৪।