একদিনের পর একদিন
বাড়ে ধরনীর পরে মানুষের ঋণ;
পারে না শোধিতে তাহা
তবু বাজে কেন ওই মুক্তির বীণ?

আসার পরে যাওয়া
পথে নানান সুরে গান গাওয়া
কেউ শুনেও শুনে না
বয় বসন্তের পরে গ্রীষ্মের হাওয়া।

মরুর সাথে সবুজের প্রেম
আহা! ধরণীর পরে চলে কত গেম
দিন যায় মিলনের আশায়
রূপা তামা মিলে হয় অবশেষে হেম।

শ্ববৃত্তিতে আনন্দ নাই
আত্মায় আত্মায় মিলনে আনন্দ পাই
অশ্রু সিক্ত চোখে
তবু ঐ দহনের মাঝে প্রেমের গান গাই।

১৩ই পৌষ, ১৪৩১,
ইং ২৯/১২/২০২৪,
শনিবার রাত ১০:১৬। ২৫৯৯, ২৪/৪১,
৩০/১২/২০২৪।