প্রেমের কথা বলবো কি ভাই?
প্রেম গেছে যে মরে;
আজ বিশ্বজুড়ে হিংসার অনল
ছড়াচ্ছে ওই ঘরে।
মায়ের কান্না পিতার কান্না
শুনি কান্নার রোল;
অর্থের জোরে ক্ষমতার জোরে
ধ্বনিত ধ্বংসের বোল।
কপট প্রেমের পালায় পড়ে
প্রাণ হারাচ্ছে কত!
হিংসায় কেন যৌনতার ফল
সেই পশুত্বের মত।
আদরের মেয়ে ফিরছে না ঘরে
থাকে দুশ্চিন্তাতে সবাই;
বলো লেখাপড়ার মূল্য কোথায়
সেই কথাটাই ভাবাই।
মায়ের মেয়ে না ফিরলে ঘরে
ঝড়ে অশ্রু চোখে;
বুকফাটা সেই কান্না তাঁহার
মেয়ের নামটা মুখে।
শাসক বলে প্রেমের কথা
নাই যে করার কিছু;
এবার মনুষ্যত্ব সব হারিয়ে
করছে মাথা নিচু
ওই ভালোবাসা প্রেমের কথা
ও যে আত্মার বন্ধন;
লবণ ছাড়া রান্না করলে
যায় বলা কি রন্ধন?
দেখো বৈরীতাই দখল করছে
এই বিশ্ব চরাচর;
কেমন করে বাঁধবো আমরা
সেই ভালোবাসার ঘর?
১৮ই কার্তিক,১৪৩০,
ইং ০৫/১১/২০২৩,
রবিবার সকাল ৮:৩৬। ২১৭৯, ১৯/২২০, ০৬/১১/২০২৩।