ওই শৈশব আঁকড়ে থাকলে
যৌবন পাওয়া যায় না;
পূর্বপুরুষ তেমনি আমাদের
নাহলে উত্তরসূরি হয় না।
অতীত শুধু শেখায় মোদের
সম্মুখ পানে চলতে;
প্রাণের তাগিদ তাইতো পাই
জ্ঞানের কথা বলতে।
নতুন চেতনায় নতুন মনন
শৈশব কৈশোর যৌবন;
পালাবদল এমন করেই ঘটে
হয় তৈয়ারি মৌবন।
কৃষকের ছেলে কৃষক হবে
অতীতের ভাবনায় সত্য;
যুগের ধারায় হয় না তাহা
বিজ্ঞানের ভাষায় ব্রাত্য।
যুগের সাথে তাল মিলিয়ে
পারেনা যারা চলতে;
তারা অতীতকে আঁকড়ে ধরে
পুরাণের কথা বলতে।
জ্ঞান চেতনায় বুঝতে হবে
কোনটা চলার পথ?
দুই চাকার ঐ গরুর গাড়ি
না আকাশ পথের রথ?
১৩ই মাঘ, ১৪৩০,
ইং ২৮/০১/২০২৪,
রবিবার সন্ধ্যা ৫:৩০। ২২৬২, ২০/৮৯, ২৯/০১/২০২৪।