যখন আমরা মুক্ত থাকি
জ্ঞানের প্রথম চেতনায় এসে
স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয়
যায় প্রাণের আবেগে ভেসে।
স্বচ্ছ সুন্দর চেতনার আলো
দূর করে দেয় মনের কালো;
আবেগে স্ববেগে প্রকাশ করি
প্রথম পাঠে শিখি যে ভালো।
ভালোকে ভালো মন্দকে মন্দ
বলতে থাকেনা দ্বিধা জেনো;
সংসারের দায় মাথায় চাপিলে
সবই হারায়ে ফেলি কেন?
সেই সাম্যবাদের চেতনা হয়
ওই সেই ধনোতন্ত্রের গেহ;
প্রভাতের আলো ধ্বংস করে
এসে আঁধারে রাখি দেহ।
মৃত্যু যন্ত্রণা অনুভবই কি
সেই সুন্দর জীবন ছেড়ে?
জটিল কুটিল আঁধারে ঘেরে
লোভ লালসা যায় বেড়ে।
মনের মৃত্যু চেতনার মৃত্যু
ওই পুনরায় আবার ঘটে;
সর্বহারার চেতনা এসে
ধরে টুটিটা চেপে বটে।
কেন ঘটে পট পরিবর্তন
এই সমাজের প্রতি ক্ষোভ?
ক্ষমতা, আসন হলে ভূষণ,
না কি অর্থের প্রতি লোভ?
৯ই আশ্বিন, ১৪৩০,
ইং ২৭/০৯/২০২৩,
বুধবার সন্ধ্যা ৬:০২। ২১৪১, ১৯/৯৬, ২৮/০৯/২০২৩।