পরের ধনে পরের পূজা
তারই নাম গঙ্গা জলে গঙ্গা পূজা
নিজের ধনে নয়,;
যেমন রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানাই
তাঁরি লেখা গান, কবিতায়
ঝেড়ে ফেলি দায়।
পরের ধনে পোদ্দারিটা
শিখেছে মানুষ সেটা
তারই নাম কি মানবতা?
সমাজসেবা করতে গিয়ে
নিজের স্বার্থ সকল নিয়ে
দেইনা আমরা কাউকে ব্যথা?
গঙ্গা জলে গঙ্গা পূজা
পরের ধনে পোদ্দারিটা
এটাই বুঝি সরল সোজা;
পরের কষ্ট নিজের করে
জ্ঞানীগুণী সেই পথটা ধরে
মানুষকে শিখিয়েছে মানবতা।
ভাবতে হবে বুঝতে হবে
ওই মারপ্যাঁচটা কোথায় তবে?
নিজের পকেট হলে ফাঁকা
সমাজসেবীর দৃষ্টি তখন হচ্ছে বাঁকা।
২৩শে বৈশাখ ১৪৩১,
ইং ০৬/০৫/২০২৪,
সোমবার বেলা ১:৪৩। ২৩৬৫, ২১/৪৭
১১/০৫/২০২৪।